গাজীপুর মহানগরের অবহেলিত ৩০ নং ওয়ার্ডের বাঙ্গালগাছ মসজিদ হয়ে বালুচাকুলি হয়ে কানাইয়ার যাওয়ার এই রাস্তাটি বেহাল দশা প্রায় এক ধরে।
বিভিন্ন সময় অনেক দায়িত্ববানরা আস্বস্ত করলেও মেরামত করা হয়নি রাস্তাটি। বর্তমানে যানবাহন চলাচলের জন্য অনুপযোগী এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিজস্ব পরিবহন ব্যাতীত অন্য কোন গাড়ী যেতে চায় না এই রাস্তায়। এতে করে বিপাকে পড়ে সাধারন জনগন। অনেকে পায়ে হেটে বাঙ্গালগাছ গিয়ে যানবাহনে যাতায়াত করে।
দীর্ঘ প্রতীক্ষার পর এবছর গত মে মাসে গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলমের সুনজরে রাস্তাটির কাজ শুরু হয়। ধীরঘতিতে চলছে কাজ। তবুও এলাকারবাসী মধ্যে ফিরেছে সস্থির আবাস। স্হানীয় জনগনের সাথে কথা বলে জানা গেছে, ধীরগতিতে নয় দ্রুত গতিতে রাস্তাটিকে যানবাহন চলাচলের উপযোগী করা হউক।