শেরপুর জেলা ব্যুরো প্রধান ও বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সময়ের দেশের নিয়োগ প্রাপ্তদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় প্রেসক্লাবে পত্রিকার প্রতিনিধিদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশন এর শেরপুর জেলা প্রতিনিধি এম এ হাকাম হীরা, প্রথম আলো প্রতিনিধি মান্নান সোহেল, বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, সময়ের দেশ পত্রিকার শেরপুর জেলা ব্যুরো প্রধান মুজাহিদুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
শেরপুর জেলায় বর্তমানে যারা নিয়োগ পেয়েছেন শেরপুর ব্যুরো প্রধান হিসেবে মোঃ মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি তৌকির আহমেদ তানজিল, নকলা উপজেলা প্রতিনিধি রেজাউল হাসান সাফিত, নয়াবিল ইউনিয়ন (নালিতাবাড়ী) প্রতিনিধি উজ্জ্বল মিয়া, রুপনারায়নকুড়া ইউনিয়ন (নালিতাবাড়ী) প্রতিনিধি আদনান হোসাইন সরকার।
বিতরণ অনুষ্ঠানের পরে নিয়োগপ্রাপ্ত নতুন সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিকতার উপর কিছু পরামর্শ, সংবাদের কলাকৌশল সহ বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।