বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে পিন্টু মিয়া (২৮) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। নিহত পিন্টু মিয়া বগুড়ার গাবতলি উপজেলার আটবাড়িয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি গত ৬মাস ধরে শাজাহানপুর উপজেলার দুরুলিয়া এলাকার এনএমবি নামে এক ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
সোমবার (৩১মে) দুপুর দেড়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনএমবি ইটভাটার মালিক নজরুল ইসলাম ওরফে কাজী নূর জানান, পিন্টু মিয়া গত ছয়মাস ধরে তার ইটভাটায় শ্রমিকের কাজ করছেন। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে পিন্টু মিয়া মারা যান।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।।