
মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইফাজ উদ্দিন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার জোতবানী ইউনিয়নের পাটনচড়া- সুইচ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইফাজ উদ্দিন উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের ময়ামারি গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে। নিহত ইফাজ উদ্দিনের স্ত্রী একজন প্রাইমারী স্কুল সহকারী শিক্ষিকা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে ভাইগড় এলাকায় নিশিবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখার জন্য যাচ্ছিল। মোটরসাইকেলটি পাটনচড়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিরুল ইসলাম রিফাজ উদ্দিনকে মৃত ঘোষণা করে ও স্ত্রী চিকিৎসাধীন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় রিফাজ উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতের পরিবারের আপত্তি না থাকায় রিফাজ উদ্দিনের মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।