গাজীপুর সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নয়ন কাজ চলমান। চলমান উন্নয়ন কাজের মধ্যে রয়েছে মেট্রোরেল প্রকল্পের কাজ। টঙ্গী পশ্চিম থানাধীন কামারপাড়া এলাকার বিশ্বএস্তেমা গেট সংলগ্ন রাস্তার পাশে মেট্রোরেলের কাজে ব্যবহৃত ব্যারিয়ার বোর্ড চুরি হচ্ছিলো। এ বিষয়ে মেট্রোরেল প্রকল্প টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করলে সোমবার দুপুরে ৫ চোরকে প্রকল্পের চারটি ব্যারিয়ার বোর্ড এবং চোরাই কাজে ব্যবহৃত তিনটি পিকআপসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। টঙ্গী পশ্চিম থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নির্দেশ ও দিকনির্দেশনায় দিনভর অভিযান পরিচালিত হলে অবশেষে এসআই উত্তম কুমার সূত্রধর, কায়সার হাসানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত এই সফল অভিযান সম্পন্ন করেন। গ্রেফতারকৃত ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সাখেয়া গ্রামের মোঃ সুরুজ আলির ছেলে মোঃ শহিদুল ইসলাম(২৫), জামালপুর জেলার ইসলামপুর থানার ঝগড়ারচর গ্রামের মোঃ আশকর আলির ছেলে মোঃ সুলতান (২৬), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুতিয়া গ্রামের মৃত আয়াত আলীর ছেলে মোঃ সোহাগ (২১), রাজবাড়ী জেলার খালুখালী থানার গতমপুর গ্রামের সোবাহান মন্ডলের ছেলে মোঃ রাসেল মন্ডল (৩২) এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের জামরুল মন্ডলের ছেলে মোঃ পাপ্পু মন্ডল (২৬)সহ প্রায় সবারই বর্তমান ঠিকানা টঙ্গী পূর্বথানাধীন আরিচপুরে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, মামলার ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে জড়িত অন্যান্যদের ধরতে রিমান্ড আবেদন করা হয়েছে।