বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

কোন অপশক্তিকে রাজনৈতিক সার্থ হাসিল করতে দেবনা-আওয়ামী নেতা বাদশা | সময়ের দেশ

এম. উজ্জ্বল, শেরপুর ব্যুরো প্রধানঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৩৬ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা কৃষিবীদ বদিউজ্জামান বাদশা এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোকছেদুর রহমান লেবু স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১শে মে) স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভাটি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন আয়োজন করে।
আয়োজিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আক্তারের সভাপতিতে আসাদুজ্জামান সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবীদ বদিউজ্জামান বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোকছেদুর রহমান লেবু।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবীদ বদিউজ্জামান বাদশা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন: দেশে সাংবাদিকদের কল্যাণে আজ কোন অপশক্তি তাদের ব্যক্তি অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারায় অনেক জায়গায় সাংবাদিকদের অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। এজন্য আমি প্রথমত দু:খ প্রকাশ করছি এবং সকল সাংবদিক একতাবদ্ধ হয়ে সত্য ও নির্ভেজাল সাংবাদিকতা করুন এটাই আমার চাওয়া। আপনাদের লেখনি হবে স্বাধীন ও নিরপেক্ষ কোন অপশক্তি যেন আপনাদের হার মানাতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। তিনি তার বক্তব্যে বলেন বর্তমানে আমরা একত্রিত হয়েছি এবং এই ঐক্য যেন নষ্ট না হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত রাখব। বর্তমানে নকলা-নালিতাবাড়ীতে স্থানীয় নেতৃবৃন্দের বিরাট প্রয়োজন অনুভব করছে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। স্থানীয় নেতৃত্ব বলতে যারা এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করছেন এবং জনগণের সেবা করতে কোন দ্বিধাবোধ করছেন না তাদের ইঙ্গিত করেছেন। তিনি বলেন নালিতাবাড়ী মানুষের মঙ্গলের জন্য আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং এই ঐক্য টিকে থাকবে স্থায়ীভাবে। তার বক্তব্যে গুরুত্ব দিয়েছেন বর্তমানে মাদকের যারা গডফাদার ও মাদকের মত ক্ষতিকর উপকরনের সাথে যারা জড়িত অনতিবিলম্বে তাদের প্রতিহত করা হোক। প্রশাসনকে ধন্যবাদ তারা নালিতাবাড়ীতে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন তবে দেখতে হবে এই ধরনের কাজে যারা সহযোগি তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন রাজনৈতিক ভাঙ্গনের মত আজ সাংবাদিকদের মাঝে বিভাজনের বিরাট নমুনা দেখা যাচ্ছে অনতিবিলম্বে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে অন্যায় ও অসৎ কাজ দূরীভুত হবে তাই আপনারা প্রশাসনের সহযোগিতায় এসকল অপকর্মের বিরুদ্ধে লেখনির মাধ্যমে জনগনের সেবা করুন।

বিশেষ অতিথি বর্তমান উপজেলা চেয়ারম্যান বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন বর্তমানে সাংবাদিকদের কল্যাণে যেকোন বিষয় প্রচারের পর তা বাস্তবে বিরাট ভূমিকা রাখছে। তিনি তার বক্তব্যে বলেন নালিতাবাড়ীতে বর্তমানে মানুষ ভীত সন্ত্রস্থ হয়ে জিবন-যাপন করছে তার কারন হিসেবে দলের অনেকেই দলীয় শৃংখলা না মেনে নিজেদের মনগড়া নীতিতে বিশ্বাস করে রাজনীতি করছে। বঙ্গবন্ধুর আদর্শকে ভুলে গিয়ে শেখ হাসিনার দেওয়া অঙ্গিকারের কোন তোয়াক্কা না করে যারা রাজনীতি করছে তাদের কারনে আজ আমরা একত্রিত হয়েছি। সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজদের বিশেষ করে মাদকাসক্ত ব্যাক্তিদের হাত থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মূল রাজনীতি ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আজ আমরা একতাবদ্ধ।
পড়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন সাংবাদিকদের যেকোন কল্যাণমুখি কাজে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বর্তমানে যারা সত্য লিখতে ভয় পাচ্ছেন তারা নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করবেন এটা আমাদের চাওয়া। কোন অপশক্তিকে পরোয়া না করে একতাবদ্ধ হয়ে কাজ করে যান আপনাদের হারাবার কোন নেই মানা। রাজনৈতিক ময়দানে বিশেষ করে যারা জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের বাছাই করতে চান সরকারের উচিত আগে তাদের যাচাই করা উচিৎ তারা মাদকসেবি কিনা। যারা মাদক সেবন করে তারা কিভাবে মাদক নির্মুল করবেন। সগ্রাম করে যেই দেশ পেয়েছি সগ্রাম করে নিজেদের অধিকার ফিরে পেতে চাই। কিছুদিন আগে যারা ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা করেছেন তাদেরকে হুশিয়ারী করে বলেছেন যারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং নিজেদের সংগঠন ছাত্রলীগের উপর অতর্কিত হামলা চালানো হয় সেই ছাত্রলীগের মাধ্যমেই দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।

উল্লেখ্য গতকাল বিকালে শহরের গড়কান্দায় বাদশা-লেবু ঐক্য পরিষদের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় এবং এর ধারাবাহিকতায় তাদের কার্যক্রম অব্যহত থা্কবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪১ অপরাহ্ণ
  • ১৭:২১ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:০৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102