শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ঐক্য হয়ে এক কর্মী সমাবেশ করেছেন।
রবিবার (৩১ মে) বিকেলে শহরের গড়কান্দায় কর্মী সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা হাতে হাত ধরে দুই হাত উঁচিয়ে ঐক্যের সৃদৃঢ় বন্ধন প্রকাশ করেন। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মীরা দলে দলে সমাবেশে যোগদান করেন।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোতালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু প্রধান বক্তা হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোতালেব হোসেন সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা আওয়ালীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আকতারুজ্জামান আক্তার, সাবেক আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, নালিতাবাড়ী উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি সাবেক জিএস ও সাবেক উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোহেল, যোগানিয়ার আনসার আলী, সামসুদ্দিন মেম্বার, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক রেজাউল করিম রেজা, নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সম্পাদক আনিসুর রহমান আনারুল, জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক এম এ রাসেল, উপ সাহিত্য সম্পাদক হারুন অর রশিদ, উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ বাদশা,আকতার রাকিব প্রমুখ।
এসময় সমাবেশে বক্তারা বলেন অন্যায় ভাবে কেউ আঘাত করলে তা প্রতিহত করতে হবে। কারও আদেশের অপেক্ষায় থাকলে হবে না। একই সাথে মানুষ জেন স্বাচ্ছন্দে সুন্দর ভাবে থাকতে পারে ও বসবাস করতে পারে সেই ভাবে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে বলে বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা পরিষদের সদস্য ও শেরপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য কৃষিবিদ বদিউজ্জামাান বাদশা এ কথা বলে। তিনি ৩০ মে রোববার বিকেলে জনস্বাস্থ্য অফিস সংলগ্ন মাঠে নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।