গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ্থর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে শনিবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্। তিনি বলেন, গত দুই দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘রাফাত সরকারথ নামে একটি আইডি থেকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হাসান শাহ্ নাওয়াজের নাম ব্যবহার করে উনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে।
ফলে বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাপাসিয়ার সর্বত্র ব্যাপক আলোচনা হচ্ছে। এর প্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পল্লী বিদ্যুতের জিএম উপস্থিত সাংবাদিকদের মোবাইল ফোনে জানান, অভিযোগের ব্যাপারে তিনি কিছুই জানেন না। নাম ব্যবহার করে অপপ্রচারের বিরুদ্ধে তিনি শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। স্বাক্ষর জাল করে শহীদুল্লাহ্ সাহেবের বিরুদ্ধে ভুয়া ও মানহানীকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। এছাড়া মুহম্মদ শহীদুল্লাহ্ বলেন, পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন বা সংযোগ দেয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। খুঁটি স্থাপনের বিষয়টি সম্পূর্ণ সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদার বাস্তবায়ন করলে থাকেন। আওয়ামীলীগ তথা বঙ্গতাজ পরিবারের দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্যই ঘাপটি মেরে থাকা কুচক্রী মহল এধরনের ন্যাক্কারজনক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপির নেতৃত্বে কাপাসিয়া রং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সহযোগিতা করার আহবান জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ দর্জী, মাহবুব উদ্দিন সেলিম, ইমানুল্লাহ ইমু, উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমীর হামজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব দর্জী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।