বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ফল্টু (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এরশাদ নামের আরেক আরোহী। শনিবার (২৯মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফল্টু বগুড়া গাবতলী উপজেলার চকরাধুনী এলাকার ইসমত আলীর ছেলে। আহত এরশাদও একই এলাকার বাসিন্দা, সে স্থানীয় একটি হাসপতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ফল্টু মোটরসাইকেল যোগে বগুড়া শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন । পথে সাজাপুর এলাকায় পৌঁছালে একই দিকগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ফল্টু ছিটকে মহাসড়কে পড়ে যান। তার মাথায় হেলমেট ছিল না। একারণে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়টি শেরপুর হাইওয়ে পুলিশ দেখছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, ফল্টুর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।।