
মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে ৬ বছরের এক মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।আসামি ইনছার আলী পেশায় কাঠমিস্ত্রি। সে নবাবগঞ্জ উপজেলার ছোট মাগুরা (শালখুড়িয়া) গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
রবিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে পারভেজ নার্সারীর সামনে কামরাঙ্গা দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে ইনছার আলী (৫৫)। ধর্ষণের সময় বাচ্চার চিৎকারে স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হলে আসামি সুকৌশলে পালিয়ে যায় এবং মেয়েটিকে তাৎক্ষণিক বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বলে জানিয়েছেন তার পরিবার।
এ বিষয়ে বিরামপুর থানায় মেয়ের মা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আসামিকে নবাবগঞ্জ থানার পঁচা করমজী গ্রাম হতে আটক করে বিরামপুর থানার এসআই নিহার রঞ্জন,এসআই আশরাফুজ্জামান, এসআই আঃরশিদ ও এ এস আই শামীম রেজা।