গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সন্ধ্যার পর উঠতি বয়সী ছেলেরা অহেতুক ঘোরাফেরা করা, চায়ের দোকানে লোকজনের বসে আড্ডা দেওয়া, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনর দায়ে ১০ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।
বৃহস্পতিবার (২৭মে) সন্ধ্যায় উপজেলা ফুলবাড়িয়া বাজার ও চাঁদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা ।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান সন্ধ্যার পর উঠতি বয়সী ছেলেরা অহেতুক ঘোরাফেরা করা, চায়ের দোকানে লোকজন বসে আড্ডা দেওয়া, মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন, ২০১৮ অনুযায়ী ১০ জনকে ৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।