জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, গাজীপুর ঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার দিবসের শুরুতে কাপাসিয়া বাসস্যান্ড এলাকায় তাজউদ্দীন চত্বরে তাজউদ্দীনের ম্যুরালে গাজীপুর জেলা পরিষদ, কাপাসিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মোতাহার হোসেন মোল্লা শুক্রবার সকালে তাজউদ্দীনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে আরো ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা রুহুল আমিনসহ অন্যরা।
অপরদিকে, উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে জেল হত্যা দিবস উপলক্ষে সকাল দশটায় শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মফিজ উদ্দিন আহমেদসহ অন্যরা।
এছাড়া কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতা-কর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি পালন উপলক্ষে কাপাসিয়ার দস্যুনারায়ণপুরের বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয় শোক শোভাযাত্রার আয়োজন করে। এতে গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মোতাহার হোসেন মোল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মফিজ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা রুহুল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ জানিয়েছেন, দিবসটি পালন উপলক্ষ্যে দুপুরে কাপাসিয়া উপজেলার প্রতিটি ওয়ার্ডের মসজিদ ও মন্দিরে তাজউদ্দিন আহমদ ও জাতীয় চার নেতার স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।