বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ বগুড়া জেলা নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২১ শে মে এরুলিয়া অস্থায়ী কার্যালয়ে সভাপতি রুহুল আমিন রকি এবং সাধারণ সম্পাদক বিকাশ সরকার সহ ৬১ জনের নতুন এ কমিটি গঠন করা হয়। শো
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে রুহুল আমিন রকি ও কমিটির সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনএবং সাধারণ সম্পাদক করা হয়েছে বিকাশ সরকার । স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক ডালিম কুমার রায়। ধর্ম বিষয়ক সম্পাদক মাহামুদুল নবী লিখনকে।তাদের সঙ্গে আরও অনেক জনকে সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করে এক বছরের জন্য কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রণয় কুমার দত্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সভাপতি নিজের ফেসবুক আইডিতে কমিটি অনুমোদনের প্যাড আপলোড করেন।
সেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ বগুড়া জেলা শাখা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেয়া হলো।