দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত।
আজ ২০ মে বৃহস্পতিবার সকালে, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখা ও গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে, প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ মুসা খান রানার সভাপতিত্বে ও গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আলমগীর গনি, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ ফখরুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ডাঃ এফ রহমান,গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সভাপতি রেজা চৌধুরী, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপন, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাহার, দৈনিক আলোকিত বাংলাদেশ এর গাজীপুর প্রতিনিধি মোঃ আবুল হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সি এন এন বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ হাইউল উদ্দিন খান,জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর মহানগর কমিটির সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মাইকেল জ্যাকশন রোজারিও ও সাধারন সম্পাদক এস.এম আক্তারুজ্জামান,গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক মোসাঃ শিমু সরকার প্রমুখ। এ সময় বক্তাগণ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি এবং তাকে হেনস্থা কারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।