দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানবঝবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ধআজ বৃহস্পতিবার ২০ মে সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক পুলক ঘটক, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সরকার, সাবেক সভাপতি মাহফুজুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, দৈনিক জনকন্ঠের সিনিয়র সাংবাদিক হাজী নুরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক শেখ শহীদুল্লাহ, মহিউদ্দিন সরকার, হাসান মামুন, শাহাজাহান শোভন, দৈনিক খবরপত্রের টঙ্গী প্রতিনিধি বশির আলম, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার টঙ্গী গাজীপুর সংবাদদাতা মাহবুবুর রহমান জিলানী, সাংবাদিক আনু হাসান প্রমুখ।
এ সময় বক্তরা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিকতায় পুরুষ্কার প্রাপ্ত রোজিনা ইসলামকে প্রজাতন্তের কর্মকর্তা কর্মচারী কতৃক হেনস্তা-নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি রোজিনা ইসলামকে নির্যাতনে জড়িত কর্তা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিও জানায়। তারা ন্যক্কারজনক এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি জানায়।