
মোহাম্মদ শাব্বির আহমদ, টেকনাফ প্রতিনিধি :
একজন গরীব দুংখি মেহনতি মানুষের ফেরিওয়ালা হিসাবে টেকনাফ উখিয়া কক্সবাজার জেলা পেরিয়ে এখন সারাদেশে পরিচিত লাভ করেছেন উখিয়া টেকনাফের (কক্সবাজার-৪) দুই দুই বারের সাবেক সাংসদ, টেকনাফ পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা আলহাজ্ব আবদুর রহমান বদি ভাই।
দলমত ভেদাভেদ না করে যে কোন মানুষ যেই কোন সমস্যা নিয়ে আসলে কিংবা পেইজবুক কিংবা কোন পত্র পত্রিকায় প্রচার হলে সেটি নিজের কিংবা কারো মাধ্যমে ওনার নজরে দিলেই সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার সেবাই নিজেকে জড়াতে তিনি এক মিনিটও দেরি করেন না।

নেতা হওয়া যায় রাজনৈতিক দলের, নেতৃত্ব দেওয়া যায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনে কিন্ত অসহায় মানুষের আপন হতে হলে মানবিকতার হাত বাড়াতে হবে সব সময় যতক্ষণ জীবন নিয়ে বেঁচে থাকবেন ততক্ষণ – সকল ক্ষেত্রে সমান ভাবে মানুষের মন জয় করে এগিয়ে যাওয়ার একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সম্মান রাখার কারনে আজ মানবতার মা খ্যাত আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিমধ্যে আস্হা ও বিশ্বাস অর্জন করেছেন যা আগামীতেও বহাল থাকবে বলে উখিয়া টেকনাফের মানুষ মনে করেন।
বিভিন্ন জনের বিভিন্ন কথা গরীব দুংখির এক কথা “বদির বিকল্প বদি – উখিয়া টেকনাফের অলি-গদিতে ” শত-শত ইদুর করছে মেলা বিড়াল যকন মাঠে এসে হাজির হয় ইদুর সবাই পথ সেড়ে পালা এই কথাটা চিরন্তন সত্য।