
মোঃ নোমান ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর পুলিশের বিশেষ অভিযানে পৌর শহরের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত অবসর মোড় নামক মেসাস সাহাবুল টেলিকম এন্ড ফটোস্টার্ট নামক দোকানে মালামাল চুরি হওয়া মালামাল উদ্ধার করে থানা পুলিশ।
গত ২৭ জুন দিবাগত রাত্রীতে দোকানের টিনের চালা কেটে দোকান ঘর থেকে চুরি করা বিভিন্ন মূল্যমানের ৭০ টি মোবাইল, একটি এইচপি ল্যাপটপ, নগদ ক্যাশ ৮০,০০০/- টাকা, ২৫,০০০/- টাকা মূল্যমানের মিনিট কার্ড/ব্যালেন্স কার্ড, ১৫,০০০/- টাকা মূল্যমানের অন্যান্য মালামালের মধ্যে ঘটনাস্থল সংলগ্ন পার্শ্ববর্তী দোকান হতে ২৯ টি বিভিন্ন মূল্যমানের চোরাই মোবাইল, চোরাই এইচপি ল্যাপটপ একটি, টিনের চালা কাটার ব্যবহৃত যন্ত্র ও চোরাই মালামাল রাখার কাপড়ের ব্যাগ একটি উদ্ধার করা হয়েছে।
থানার এসআই তুহিন বাবু জানান,ওসি সুমন কুমার মহন্ত স্যারের নির্দেশে থানার সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয়। চোরাই মালামাল উদ্ধার হওয়া দোকানঘরের মালিক (সন্দেহভাজন চোর) পলাতক আছে। ঘটনার সাথে জড়িত চোর ও অন্যান্য চোরাইমাল উদ্ধারের জোর তৎপরতা অব্যাহত আছে।