বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের উচ্ছ্বাসময় শোভাযাত্রা ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা, গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে এক মঞ্চে ৭ মনোনয়ন প্রত্যাশী হারিয়ে যেতে বসেছে খেজুর রসের ঐতিহ্য, সুস্বাদু পাটালি গুড়: শীতকালীন গ্রামীণ স্বাদের অমূল্য ধন গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়েছে। কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) এর সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রাকে থামাতে পারেনি,পারবে না —– ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়াকে ইতিমধ্যেই দেশের সকল মানুষ গণতন্ত্রের মাতা হিসেবে স্বীকৃতি দিয়েছে — গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজের পাঠ সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৫ অনুষ্ঠিত।

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাকিব সরকারের দ্বিতীয় বিয়ে | সময়ের দেশ

সময়ের দেশ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০৭ বার পড়া হয়েছে

আবার সত্যি প্রমাণ হলো “যা রটে, তা কিছুটা হলেও ঘটে- কথাটি। ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ের গুঞ্জন সত্যি হয়েছে। এ নায়িকা নিজের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেছেন।
কথা ছিল, মাহিয়া মাহি ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন। গত ৬ সেপ্টেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি জানিয়েছিলেন। এরপর থেকেই আলোচনায় মাহি। ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর। মাহি সারপ্রাইজ দেওয়ার আগেই এক কান, দুই কান করে রটিয়ে যায় বিষয়টি।

অনেকে ছিলেন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। এবার সে ঘোষণা দিয়েছেন মাহিয়া মাহি। নিজের ফেসুবকে বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো।
মাহি বলেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।

জানা গেছে, মাহি বিয়ে করেছেন রকিব সরকার নামের একজনকে। তিনি ব্যবসায়ী ও রাজনীতির সঙ্গে জড়িত। রকিবের সঙ্গে পরিচয়ের পর থেকেই একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন মাহি। রাকিবের ফেসবুকে একাধিক ছবি দেখা গেছে মাহির সঙ্গে।

এদিকে মাহির সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু বিয়ের খবরে বিচলিত নন। মাহিকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অপু বলেন, ‘উনারা ভালো থাকুক। এটাই আমি চাই। আমার দোয়া ও শুভেচ্ছা থাকল উনাদের জন্য। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা। আর আমি এ বিষয়ে কথা বলতে রাজি না। আমি সাধারণ মানুষ, ঝামেলার মধ্যে যেতে চাই না।
এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি অস্বীকার করেছিলেন মাহি। রকিবকে ‘ভালো বন্ধুথ বলে উল্লেখ করেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিয়ে হয়নি, আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু।

বিয়ের খবর প্রসঙ্গে রোববার (১২ সেপ্টেম্বর) জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি মাহিয়া মাহি। তিনি বলেছিলেন, ‘বিয়ে নাকি সুন্নতে খতনা সেটা কালই (১৩ সেপ্টেম্বর) বুঝতে পারবেন। একটা দিন অপেক্ষা করুন। আমি আজকে অনেক ব্যস্ত।থ
মাহির নতুন বিয়ের গুঞ্জন শুরু হয় ১১ জুন। সে দিন নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন মাহিয়া মাহি। ছবিতে মেহেদি রাঙা হাত, নাকফুল আর কাতান শাড়িতে দেখা গেছে তাকে। ওই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি তোমাকে গান, সিনেমা, সব জায়গায় অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ।

এই পোস্টে রকিব সরকার মন্তব্য করেছেন, ‘কে তুমি ? উত্তরে মাহি লিখেছেন, ‘বউ।

তবে গতকাল সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজই।

রাকিব সরকার তার ফেসবুক ওয়ালে গতকাল রাতে মাহিয়া মাহির সাথে বিয়ের ছবিসহ একটি পোষ্ট দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন।

(রাকিব সরকারের ফেইসবুক ওয়ালের স্ট্যাটাস এর স্ক্রীনশটের ছবি)

উল্লেখ্য, রাকিব সরকার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার সম্ভ্রান্ত সরকার পরিবারের সন্তান। তিনি রাজনীতিবিদ ও তার গাড়ীর ব্যবসা, রিসোর্ট ব্যবসা ছাড়া একাধিক ব্যবসা রয়েছে। রাকিব সরকারের দুইটি সন্তানও রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৮ অপরাহ্ণ
  • ১৭:১৭ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102