শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

কালিমুল্লা ইকবাল:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

কালিমুল্লাহ ইকবালঃ

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর মিলগেট এলাকা থেকে র‍্যালীটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালীতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাতে ব্যানার-ফেস্টুন, আর ঢাকঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুরো টঙ্গী এলাকা। নেতাকর্মীদের স্লোগানে চারপাশে তৈরি হয় উচ্ছ্বাস ও উদ্দীপনার আবহ।

র‍্যালীতে নেতৃত্ব দেন প্রস্তাবিত গাজীপুর-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দির এর নেতৃত্বে নেতাকর্মীরা শৃঙ্খলাপূর্ণ ও সুসংগঠিতভাবে র‍্যালীতে অংশ নেন।

এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরী ই মোস্তফা খান,গাজীপুর মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদিকা খাতিজা আক্তার বিনা,কৃষক দল নেতা শাহজালাল,টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুমন সরকার বলেন

নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। গাজীপুরবাসী ঐক্যবদ্ধ রয়েছে। যারা মনে করেন আমাদের মধ্যে বিভক্তি আছে, তারা ভুল করছেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো।

সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। নেতাকর্মীদের আত্মত্যাগ ও ঐক্যই আন্দোলন-সংগ্রামে সফলতার পথ দেখাবে।

স্থানীয় নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালী প্রমাণ করেছে টঙ্গীতে বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। র‍্যালীতে বিপুল জনসমাগম ভবিষ্যৎ আন্দোলনের জন্য দলকে নতুন প্রেরণা জোগাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

র‍্যালী শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাছ্যবে নিজ নিজ স্থানে ফিরে যান। দিনব্যাপী এই আয়োজন টঙ্গী ও আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102