চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস সহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সকালে উপজেলা মিলনাইতনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এর সভাপতিত্বে উপজেলার অসহায় ৩৩ জন দুরারোগ্য রোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী ও মেডিকেল অফিসার ডাক্তার রায়হান সিদ্দিকী। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রিজওয়ান উদ্দিন।