মোঃ মামুন আর রশিদ, ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ইএসডিও-এডুকো পরিচালিত ‘‘সুবিধাবঞ্চিত এবং আদিবাসী শিশুদের জন্য সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা’’ প্রকল্পের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর আলোচনা সভা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নিরক্ষর ব্যক্তিদের স্বাক্ষর ক্যাম্পেইন ও খেলাধুলার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’’ (Promoting literacy in a digital era)।
প্রকল্প সংশ্লিষ্ট ৪০টি এলাকায় দিবসটি পালন করা হলেও বিশেষভাবে মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে বকসা সুন্দরপুর কমিউনিটিতে আয়োজন করা হয় স্বাক্ষর ক্যাম্পেইন ও খেলাধুলা।
‘‘সাক্ষরতা নিশ্চিতে তথ্যপ্রযুক্তির ভূমিকা’’ শীর্ষক বিতর্ক ও প্রযুক্তি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ মোকাদ্দেস ইবনে সালাম ও মোছাঃ আমিনা বেগম। তারা শিক্ষার্থীদের উপস্থাপনা প্রশংসা করেন এবং ইএসডিও-এডুকোর শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ইএসডিও-এডুকো রাণীশংকৈল টিম উপস্থিত থেকে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে।