কালিমুল্লাহ ইকবাল :
টঙ্গী রতন স্মৃতি হরিজন যুব ক্রীড়া সংঘের আয়োজনে নকআউট ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় টঙ্গীর ঐতিহাসিক টিআইসি মাঠে উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী জনাব গাজী সালাহউদ্দিন।
উদ্বোধনী খেলায় দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ ও সান্তাহার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সান্তাহার দল বিজয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হয়। খেলার জয়-পরাজয়ের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম।
সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে গাজী সালাহউদ্দিন বলেন,
“বর্তমানের মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চার বিকল্প নেই। খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে, তেমনি সমাজ পরিবর্তনেও কার্যকর হতে পারে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সচেতন করতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এসময় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, সহ-প্রচার সম্পাদক আলমগীর হোসেন মোড়ল, নির্বাহী সদস্য অলিউল্যাহ অলি ও হাফিজুর রহমান, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান ও শাহ্ জালাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজীবুর রানা, যুগ্ম আহ্বায়ক আমজাদ, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবু ইউসুফ টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।