রোববার মধ্যরাতে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহিয়া মাহির এটি দ্বিতীয় বিয়ে।
জানা গেছে, রাকিব সরকারেরও এটি দ্বিতীয় বিবাহ। এর আগের সংসারে তার স্ত্রী স্বপ্না আক্তার ও দুই সন্তান রয়েছে। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটির নাম সোয়াইব ও মেয়েটির নাম সাইয়ারা। তাদের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গিয়েছেন মাহি। তাদের সঙ্গে খেলার ছবিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তাদের বিবাহ বন্ধনের ছবি নিজেদের ফেসবুক ওয়ালে প্রকাশ করে সকলের কাছে দোয়াও চেয়েছেন দুজন।
রাকিব সরকারের সঙ্গে তার প্রথম স্ত্রী স্বপ্না আক্তারের এখনো ডিভোর্স হয়নি বলে জানা গেছে। গাজীপুরে রাকিবের কাছেই থাকছেন তিনি। বিয়ের কথা শুনে অঝোরে কাঁদছেন তার প্রথম স্ত্রী স্বপ্না আক্তার। দ্বিতীয় বিয়ের ব্যাপারে কোন কথা বলতে রাকিব সরকারের পরিবার বিব্রতবোধ করছেন।
রাকিব সরকার ব্যবসায়ী ও গাজীপুরে এক রাজনীতিক পরিবারের সন্তান। তিনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। সদ্য বিয়ে করা স্ত্রী চিত্রনায়িকা মাহিকে নিয়ে তিনি গাজীপুরেই আছেন। সঙ্গে রয়েছে তার প্রথম সংসারের দুই সন্তানও। রাকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য। এছাড়া তিনি ব্যবসায়ী, ‘সনি রাজ কার প্যালেস’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তার।
প্রসঙ্গত, এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। চলতি বছরের মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।