শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

কালিমুল্লা ইকবাল:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

কালিমুল্লাহ ইকবাল :
গাজীপুরের টঙ্গীবাজারে তুরাগ নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং খানাখন্দে ভরা সড়কের সংস্কারের দাবিতে সোমবার সকালে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলেছে প্রায় দেড় ঘণ্টা, এবং সকাল ১১টা ২০ মিনিটে নেতাদের সিদ্ধান্তে তা শেষ হয়। অবরোধ চলাকালে টঙ্গীবাজার উড়ালসেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, টঙ্গী বাজারের ব্যবসায়ী এবং হাজারো সাধারণ মানুষ।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেন, “টঙ্গীবাসীর জীবন ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন সেতু নির্মাণ ও সড়ক সংস্কার ব্যতীত সমস্যার সমাধান অসম্ভব। সরকার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।”

এছাড়া বক্তৃতা দেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সভাপতি প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক থানা সভাপতি আসাদুজ্জামান কিরণ, স্থানীয় নেতা আব্দুর রহিম কালা, জসিম বাট, বিএম শামীম এবং মো. কামাল উদ্দিন, ম্যানেজার, কোঅপারেটিভ ব্যাংক, নতুন বাজার। সভাপতিত্ব করেন টঙ্গী বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আব্দুস সাত্তার।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ না নিলে পুনরায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি, নতুন সেতু নির্মাণ এবং খানাখন্দে ভরা সড়কের সংস্কার দ্রুত বাস্তবায়ন করা উচিত, যাতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হয় এবং ব্যবসায়িক ক্ষতি কমানো যায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102