শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

আজ বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে | সময়ের দেশ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী তাই তুরাগ তীরে বিশ্ব ইজতেমার বয়ান মঞ্চের পাশেই আজ শনিবার বাদ আছর যৌতুকবিহীন বিয়ে হবে। ইতোমধ্যে শতাধিক দম্পতি নাম তালিকাভুক্ত করেছে বলে জানা গেছে।

কনের সম্মতি ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই বিয়ে।

নিয়ম মোতাবেক প্রথমে অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। এরপর বিয়ে পড়ানো সম্পন্ন হবে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে।

বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমান ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা উহার সমমূল্য অর্থ।

এদিকে শনিবার ইজতেমার দ্বিতীয় দিনেও দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন।সকাল থেকেই টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মুসল্লিদের ভিড়। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। কাল হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102