শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

আখেরি মোনাজাত উপলক্ষে মধ্যরাত থেকে ৩টি সড়ক বন্ধ থাকবে | সময়ের দেশ

আল-আমিন, গাজীপুর থেকে :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

আগামীকাল (রোববার) সকালে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে। এজন্য আজ (শনিবার) মধ্যরাত থেকে তিনটি সড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের এসব বলেন জিএমপি কমিশনার।

যে রোডগুলো বন্ধ থাকবে-
কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুর ভোগরা পর্যন্ত এবং আব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইল রোড। সেক্ষেত্রে এ রোডের ঢাকাগামী যাত্রীরা নবীনগর হয়ে গাবতলী এবং গাজীপুর ভোগরা থেকে মিরের বাজার হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করবে। তবে একাধিক স্পেশাল ট্রেন চলমান থাকবে। ঢাকা থেকে যারা ইজতেমায় আসতে চায় তারা ট্রেন ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সাদা পোশাক, পোশাক ধারীসহ প্রতিটি খিত্তায় আমাদের লোক রয়েছে। এছাড়াও হেলিকপ্টার সিসি ক্যামেরা, ড্রোনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। পকেটমার ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিষয়ে কমিশনার বলেন, ১ম দিনে ১৪ জনসহ এখন পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। আশা করছি এই সমস্যা আজ থাকবে না।

কমিশনার বলেন, আগামীকাল সকাল ১১ টার মধ্যে আখেরী মোনাজাত করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মোনাজাত কে করবেন সেটা মুরব্বিদের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102