অস্ট্রেলিয়া প্রতিনিধি :
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে আনিস-সাদিকুর প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। গত ৬ সেপ্টেম্বর (রবিবার) সিডনীর মিন্টুতে অবস্থিত সেন্টারের নিজস্ব ভবনে সকাল ৯টা থেকে সকাল এগারটা পর্যন্ত সংগঠনের এজিএম অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৫ মেয়াদের আর্থিক প্রতিবেদন পেশ করা হয়।
তারপর সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
১১৭৫ ভোটার এর মধ্যে ৯৪০ ভোট কাস্ট হয়।
আনিছ-সাদিকুর পরিষদের প্রেসিডেন্ট পদ প্রার্থী ড. আনিছুল আফসার 5৩৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে এবং একই প্যানেলের সাধারন সম্পাদক পদ প্রার্থী সাদিকুর রহমান মুন ৪৯৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পূর্ণ প্যানেলে জয়লাভ করেছেন।
নিকটতম প্রেসিডেন্ট পদ প্রার্থী রায়হান করিম পেয়েছেন ৩৯১ ভোট এবং সাধারন সম্পদক পদপ্রার্থী ফরহাদ ইসলাম ৪৩২ ভোট পেয়ে পূর্ণ প্যানেলে অকৃতকার্য হয়েছেন।
নির্বাচনে মোট ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন সম্পন্ন হয়েছে।
আনিছ আফসার প্যানেলের অন্যান্য পদে জয়লাভ করেছেন তারা হলেনঃ
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জি. সাইফুল ইসলাম ও ইঞ্জি. হাবিব ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জি. আলমগীর কবির ও এটিএম মোরশেদুল ইসলাম (অ্যাপল)। কোষাধ্যক্ষ হয়েছেন জহিরুল ইসলাম।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন মো. আতিকুর রহমান আতিক(প্রকাশনা ও প্রচার সম্পাদক), ডা. আবুল কাসেম (শিক্ষা সম্পাদক), শাহ এ মতিন (ক্রীড়া ও যুব সম্পাদক), শফিউর রহমান শফি (সমাজকল্যাণ ও বিনোদন সম্পাদক), মো. আব্দুল মতলেব (মহিলা বিষয়ক সম্পাদক)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদ ফারহান বান্টি, সাইদ এম রহমান (লিপু), মো. গোলাম জিলানি, আবুল হায়াত ভূঁইয়া (হায়াত), মাহমুদ হক (মামুন), আব্দুস সবহান ও শামসুল হক (বাচ্চু)।
নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ডা. তোজাম্মেল হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার হামিদ শেখ এবং আশরাফ চৌধুরী।
তাছাড়া নির্বাচন পরিস্থিতি নিউজ এবং কভার করার জন্য সাংবাদিক নাইম আব্দুল্লাহ এবং বাংলার কন্ঠের প্রধান সম্পাদক জাকির হোসাইন জীবন দায়িত্ব পালন করেন।
প্রতিদ্বন্দ্বী রায়হান-ফরহাদ প্যানেলের মোহাম্মদ রায়হান করিম (সভাপতি পদপ্রার্থী) ও ফরহাদ ইসলাম (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) ফলাফল মেনে নিয়ে বলেন, “যেই বিজয়ী হোক না কেন, আমরা সবাই মিলে আগামী প্রজন্মের ইসলামী শিক্ষা বিস্তারে একসাথে কাজ করব।”
ভোটাররা নির্বাচনী পরিবেশকে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ উল্লেখ করে জানিয়েছেন, নবনির্বাচিত কমিটি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ, কমিউনিটির উন্নয়ন এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।
নির্বাচন কমিশনার ডা. তোজাম্মেল হোসেন এবং সহকারী কমিশনার হামিদ শেখ ও আশরাফ চৌধুরী জানিয়েছেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং পুরো নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও নিরপেক্ষ।
বিজয় ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ড: আনিসুল আফসার সকল ভোটারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা সবাই একসাথে কাজ করে আমাদের কমিউনিটির অগ্রগতি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”